নিজস্ব প্রতিবেদক : দেশব্যাপী নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি ও আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসট্যান্ড এলাকায় গোয়ালন্দ সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে শেষ হয়। এসময় মাহমুদুল হাসান রাকিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মো. শফিকুল ইসলাম, জাহিদ হাসান, হিমেল, রাকিব খান, নুরতাজ আলম রবিন, শংকর কুমার, মমিনুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ভয়াবহ রূপ নিয়েছে। প্রশাসন ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা আরও বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে হলে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে কেউ এ ধরনের অপরাধ করতে সাহস না পায়।
পরে উপজেলা নির্বাহি অফিসারের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করা হয়।