নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাস উপলক্ষে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান। মঙ্গলবার রাজবাড়ীর পালকী চাইনিজ রেস্টুরেন্টে তিনি ছিন্নমূল মানুষের জন্য আয়োজন করেন ইফতার মাহফিল।
রাজবাড়ী রেলস্টেশনে বসবাসরত ৬০ জন ছিন্নমূল রোজাদারকে আমন্ত্রণ জানিয়ে এই আয়োজন করেন রোমান। ইফতারে খেজুর, ফলমূল, পানীয়সহ বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়। ইফতার শেষে রোজাদারেরা কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক রোমান আমাদের দাওয়াত করেছিলেন, কিন্তু এমন অভিজাত হোটেলে ইফতার করতে পারবো, সেটা ভাবিনি। এটি আমাদের জন্য সত্যিই আনন্দের মুহূর্ত।”
রোমান বলেন, “রমজান হলো সহমর্মিতার মাস। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাব।”
ছাত্রদলের নেতাকর্মীরা এই আয়োজনে সহায়তা করেন এবং অংশগ্রহণকারীদের আন্তরিকভাবে আপ্যায়ন করেন। স্থানীয়রা রোমানের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন কাজ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।