মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে আজ ২৬ মার্চ সকাল ৭.০০টায় রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনালে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।
প্রথমে রাজবাড়ী জেলার জেলা প্রশাসক জনাব সুলতানা আক্তার পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর রাজবাড়ীর পুলিশ সুপার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড, সিভিল সার্জন এবং জেলার অন্যান্য সরকারি দপ্তরের পক্ষ থেকে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে উপস্থিত সবাই এক মিনিট নীরবতা পালন করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও বিশেষ প্রার্থনা করা হয়।
এ উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে, যার মধ্যে রয়েছে জাতীয় পতাকা উত্তোলন, কুজকাওয়াজ, আলোচনা সভা, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, প্রীতি ফুটবল ম্যাচ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
রাজবাড়ীর সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন প্রাণবন্ত হয়ে উঠেছে।