মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে আজ ২৬ মার্চ জেলা প্রশাসন, রাজবাড়ীর উদ্যোগে অফিসার্স ক্লাব চত্বরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে রাজবাড়ী জেলার বীর মুক্তিযোদ্ধাগণকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। মহান মুক্তিযুদ্ধে তাঁদের বীরত্বপূর্ণ আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাঁদের ও তাঁদের পরিবারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব সুলতানা আক্তার।
এ সময় আরও উপস্থিত ছিলেন—
✅ পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন
✅ উপপরিচালক, স্থানীয় সরকার জনাব মাজহারুল ইসলাম
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের ত্যাগ ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
এ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজবাড়ীর বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।