রাজবাড়ীতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক ফোরামের সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার আমজাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে
শুক্রবার (৯ মে) সকাল ১১টা ৪০ মিনিটে রাজবাড়ী সদর উপজেলার পান্না চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি টিম।
গ্রেফতারকৃত আমজাদ হোসেন রাজবাড়ী সদর উপজেলার ২নং বেড়াডাঙ্গা এলাকার আবুল হোসেনের ছেলে।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মফিজুল ইসলাম জানান, আমজাদ হোসেনকে গ্রেফতার করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
তবে গ্রেফতারের কারণ ও অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।