নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর রেল সেতুর পাশে ট্রেনের নিচে ঝাপ দিয়ে শাফিন মন্ডল (১৮) নামে এক তরুণ আত্মহত্যা করেছে। রোববার দুপুর ১টা ৫৫ মিনিটে পুরাদহ থেকে ছেড়ে আসা গোয়ালন্দঘাটগামী সাটল ট্রেনের নিচে পড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাফিন মন্ডল রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরআফরা গ্রামের মিলন মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, শাফিন রেল লাইনের মাঝখানে দাঁড়িয়ে ছিল। ট্রেনের হর্ণ বাজানো সত্ত্বেও সে সরে দাঁড়ায়নি। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে তার মৃত্যু হয়।
সাফিনের মামা আমিরুল ইসলাম বলেন, সাফিন বেশ কিছুদিন ধরে মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য পরিবারের নিকট দাবি করে আসছিল। মোটরসাইকেল কিনে না দেওয়ায় আজ এক সপ্তাহ ধরে বাড়িতে ঠিকমত যায় না। খাওয়া দাওয়া করে না। দুপুরে সংবাদ পাই কালিকাপুর রেল ব্রীজ এলাকায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্নহত্যা করেছে। খবর পেয়ে এসে সাফিনের লাশ সনাক্ত করি।
রাজবাড়ী রেলওয়ে থানার এসআই বিশ্বজীত কুমার ঘোষ বলেন, “ছেলেটি আত্মহত্যা করেছে নাকি এটি দুর্ঘটনা, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে স্থানীয়দের দাবি, সে রেল লাইনের মাঝখানে দাঁড়িয়ে ছিল এবং হর্ণ বাজানোর পরও সরে যায়নি। মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।”