সাতক্ষীরা, ১৬ এপ্রিল:
সাতক্ষীরায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) একটি বড় ধরনের চোরাচালান প্রতিরোধে সফল অভিযান চালিয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ভোর রাতে সদর উপজেলার লাবসা মোড় এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা প্রায় ৯ কোটি টাকার মালামালসহ একটি ট্রাক জব্দ করেছে।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে উন্নত মানের ভারতীয় শাড়ি, থানকাপড়, জিপসাম পাউডার, সিরামিক পাউডার, টিসু ও পোস্তদানা। বিজিবি জানায়, এই সব মালামাল অবৈধভাবে সীমান্ত পার হয়ে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল।
৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি চৌকস দল ভোররাতে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ট্রাক ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ট্রাকটি জব্দ করে ব্যাটালিয়নের সদর দপ্তরে আনা হয়।
জব্দ করা ট্রাকটির নম্বর সাতক্ষীরা-ট-১১-০৬৯৬। ট্রাকে থাকা মালামালের মোট আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ কোটি টাকা বলে জানান তিনি।
অধিনায়ক আরও বলেন, “চোরাকারবারিরা শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে এসব মালামাল পাচার করছিল। আমাদের নিয়মিত গোয়েন্দা তৎপরতার ফলেই এ ধরনের অপতৎপরতা প্রতিরোধ সম্ভব হচ্ছে।”
জব্দকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়।
এ ঘটনায় কেউ আটক না হলেও বিজিবি জানায়, জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।