নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর বালিয়াকান্দিতে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের প্রতিবাদে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকাল ৫টার দিকে উপজেলার বহরপুর বাজারে বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এস. এম. মিজানুর রহমান বিল্লালের নেতৃত্বে বহরপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষ চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি বালিয়াকান্দি-রাজবাড়ী সড়কের বহরপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বহরপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। সেখানে আয়োজিত সমাবেশে বহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইসলাম উদ্দীন মণ্ডলের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এস. এম. মিজানুর রহমান বিল্লাল।
তিনি বলেন, “বহরপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ হারুন-অর-রশীদের কাছে চাঁদা দাবি করা হয়েছে। চাঁদা দিতে অস্বীকার করায় তার ওপর হামলা চালিয়ে আহত করা হয়েছে। স্বাধীনতার পর থেকে বহরপুর বাজারে এভাবে প্রকাশ্যে মাদক সেবন, গণ্যমান্য ব্যক্তিদের ওপর হামলা এবং চাঁদাবাজির ঘটনা ঘটেনি।”
তিনি আরও অভিযোগ করেন, “আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির ছত্রছায়ায় এসে এসব অপকর্ম করছে।”
উল্লেখ্য, সম্প্রতি রাজবাড়ীর বালিয়াকান্দিতে দুটি চাঁদাবাজির মামলা হয়েছে। ব্যবসায়ী মো. হারুন-অর-রশীদের ওপর হামলা ও চাঁদাদাবির ঘটনায় ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে বালিয়াকান্দি থানায় মামলা করা হয়। এছাড়া, বহরপুর কলেজের এক শিক্ষক রাজবাড়ী বিজ্ঞ আদালতে আরেকটি মামলা দায়ের করেছেন।