ঝিনাইদহ প্রতিনিধি:
আজ ২৪ শে ফেব্রুয়ারী সোমবার ঝিনাইদহ পৌর এলাকার বেড়া গোপীনাথপুর গ্রামের কিংশুক ব্রিকস ইট ভাটার ঝিনাইদহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ২ হাজার মানুষের মাঝে আসন্ন পবিএ মাহে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস,এম লতিফ শাহরিয়ার জাহেদী ( প্রজ্জল), কার্যনিবার্হী সদস্য, জাহেদী ফাউন্ডেশন, ঝিনাইদহ ও সহ সভাপতি, বাংলাদেশ ভলিবল ফেডারেশন।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুজন তুরস্ক থেকে আসা নাগরিক।
উদ্বোধনী অনুষ্ঠানে এম,এ লতিফ শাহরিয়ার জাহেদী বলেন, আমরা ঝিনাইদহের পিছিয়ে পড়া মানুষদের ক্ষুধা নিবারণে ২০১০ সাল থেকে রমজান সহ বিভিন্ন কার্যক্রম করে আসছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম চলমান থাকবে। তিনি আরও বলেন, পুরো রমজান জুড়েই আমাদের এই খাদ্য বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে, যার সুবিধা পাবে ঝিনাইদহ সদর উপজেলা ৫০ হাজার মানুষ। তাদের খাবার উপকরণ গুলো হলো, চাল, ডাল,তেল ও নগদ অর্থ। এই আয়োজনে, উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে প্রজ্জল তার কথা শেষ করেন।