নিউজ ডেস্ক: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০টি রিসোর্ট পুড়ে গেছে।
সোমবার বেলা ১টার দিকে ‘মনটানা রিসোর্টের’ পেছনে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির অর্থ সম্পাদক ইদ্র জিৎ চাকমা।
আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ইতোমধ্যে ২০টির বেশি রিসোর্ট পুড়ে গেছে। স্থানীয় লোকজন ও সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানান ইদ্র জিৎ চাকমা।
বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, “সাজেক পর্যটন কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী কাজ করছে এবং তাদের সহায়তা করছেন স্থানীয় লোকজন। দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস সাজেকের উদ্দেশে রওনা হয়েছে।”
স্থানীয়দের মতে, অবকাশ রিসোর্ট থেকে আগুনের সূত্রপাত হয়, যদিও কীভাবে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। সাজেকে ফায়ার সার্ভিস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে।
আগুনে অবকাশ রিসোর্ট, ইকো ভ্যালি রিসোর্ট, মেঘছুট রিসোর্ট, মনটানা রেস্টুরেন্ট ও মারুয়াতি রেস্টুরেন্ট পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, সাজেকে ফায়ার স্টেশন না থাকায় দীঘিনালা ফায়ার স্টেশনের একটি ইউনিট অগ্নিনির্বাপণের কাজ শুরু করেছে।
এছাড়া মাটিরাঙা, লংগদু, পানছড়ি, খাগড়াছড়ি সদর, রামগড় এবং লক্ষ্মীছড়ি ফায়ার স্টেশন থেকে মোট ১০টি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে।
তিনি আরও বলেন, “দুর্গম রাস্তা হওয়ায় ফায়ার সার্ভিসের ইউনিটগুলোর পৌঁছাতে সময় লাগছে এবং দুর্ঘটনাস্থলে পানির সংকট রয়েছে।”
আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ইউএনও শিরীন আক্তার।