নিজস্ব প্রতিবেদক:
রাজবাড়ীর গোয়ালন্দে রান্নাঘর থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ২ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে দৌলতদিয়া ইউনিয়নের বদরুদ্দিন মৃধাপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মো. জামিল শেখ (৩৫), পিতা- ভুলু শেখ।
স্থানীয়দের তথ্যমতে, রান্নাঘরে অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা বসতঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল এবং গোয়ালন্দঘাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এলাকাবাসীর সহায়তায় প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার আব্দুর রহমান জানান, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।”
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান জানান, “আমি ঘটনাটি আপনার মাধ্যমে জানতে পেরেছি। ইতোমধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে জেলা প্রশাসনের সহায়তায় দ্রুত প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।”
দ্রুত পদক্ষেপের ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হলেও ক্ষতিগ্রস্ত পরিবারটি চরম দুর্ভোগে পড়েছে। স্থানীয় প্রশাসন ও সহৃদয় ব্যক্তিদের পক্ষ থেকে সহযোগিতা পেলে পরিবারটি পুনরায় ঘর নির্মাণ করে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।