নিজস্ব প্রতিবেদক : রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির নেতা আ: রহমান ওরফে রহম মোল্লা বৃহস্পতিবার (৬ মার্চ) বিকালে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি—রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুর সময় তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৩ টার দিকে তিনি বাহাদুরপুর ডাঙ্গীপাড়া গ্রামের বাড়িতে আকষ্মিক মৃত্যুবরণ করেন।
জানা গেছে তিনি বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছিলেন। শুক্রবার সকাল ১০ টায় মরহুমের নামাজে জানাযা শেষে বাহাদুরপুর ডাঙ্গীপাড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
রহম মোল্লার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে উপস্থিত হন এবং জানাযা নামাজে অংশগ্রহণ করেন, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: হারুন-অর রশিদ, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো: চাঁদ আলী খান, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো: লিয়াকত আলী খান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো: রুহুল আমিন সহ উপজেলা ও ইউনিয়নসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।