নিজস্ব প্রতিবেদক:
রাজবাড়ী জেলা পুলিশ গুরুত্বপূর্ন অপরাধ উদ্ঘাটনে সদা বদ্ধপরিকর। ইতোমধ্যে রাজবাড়ী জেলায় সংঘটিত বিভিন্ন অপরাধ দ্রুততার সাথে উদ্ঘাটন করা হয়েছে।
তারই ধারাবাহিকতায়, ইং ০৬/০৩/২০২৫ তারিখে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ সাহেবের নির্দেশক্রমে এএসআই (নিঃ) মোঃ ফরিদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামী মোঃ বাবু খাঁ (৩০), পিতা- মৃত কেতু খাঁ, সাং- বড় লক্ষীপুর, ইউপি- মিজানপুর, থানা ও জেলা- রাজবাড়ীকে গঙ্গাপ্রসাদপুর আমজাদের দোকানের সামনে থেকে রাত ০৮:০০ ঘটিকার সময় গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে পুলিশ এসকটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।