নিজস্ব প্রতিবেদক : রাজবাড়ীর পাংশায় ‘দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ পালিত হয়েছে। ‘দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বরে র্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার এস,এম আবু দারদা’র সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আসলাম হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো: আমিনুল ইসলাম, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পৃথ্বীজ কুমার দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার মো: আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: রবিউল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মুহাম্মদ নাসির উদ্দিন। এসময়
বক্তারা, দুর্যোগ প্রস্তুতি মোকাবেলায় করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
এসময় পাংশা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সালাউদ্দিনের নেতৃত্বে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।