নিজস্ব প্রতিবেদক : রাজবাড়ীর পাংশায় উন্মুক্ত লটারির মাধ্যমে উপজেলার ৩৩ টি ডিলার নিয়োগ প্রদান করা হয়েছে। সোমবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ লটারি অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে বি এন পি, জামায়াত নেতাদের উপস্থিতিতে কয়েকশত মানুষের সামনে এ লটারি অনুষ্ঠিত হয়। লটারিতে উপজেলার ১০ টি ইউনিয়নে ৩৩ জন ভাগ্যবানকে বেছে নেওয়া হয়েছে। পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন এ কমিটির সদস্য সচিব উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কমকর্তা মো শাহনেওয়াজ, উপজেলা কৃষি অফিসার মো তোফাজ্জেল হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার রবিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসলাম হোসেন, বিএনপি নেতা সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো চাঁদ আলী খান, পৌর বিএনপির সভাপতি ও বাজার বনিক সমিতির সভাপতি বাহারাম হোসেন সরদার, পাংশা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার সরদার, বিএনপি নেতা বিধান কুমার বিশ্বাস, যুবদল নেতা রুহুল আমিন, জামায়াত নেতা রুপু কাজী, আব্দুল হালিমসহ আবেদন কারী ডিলারগন। লটারি শেষে উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা বলেন লাটারিতে যারা বিজয়ী হয়েছে আমরা তাদের তালিকা আজই জেলা প্রশাসক রাজবাড়ীতে প্রেরণ করব, যদি কারো কোন অভিযোগ থাকে তা হলে অবশ্যই লিখিত ভাবে জানাবেন।