নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীতে দুটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে তারা এ অভিযান চালায়। এসময় দুটি ইটভাটার মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়। রাজবাড়ী জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর নাহিদ আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
নাহিদ আহমেদ জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে তারা অভিযানে নেমেছেন। রাজবাড়ী সদর উপজেলার বড়লক্ষীপুর এলাকায় এনসিবি ব্রিকস এবং এবিবি ব্রিকস এর কাগজপত্র ঠিক না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন ২০১৯ লঙ্ঘনের দায়ে ভাটা দুটির আংশিক এক্সকাভেটর দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। একই সাথে ভাটা দুটির মালিককে এক লাখ করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়। এসময় ভাটা কার্যক্রম বন্ধ রাখার জন্য কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযানে পরিবেশ অধিদপ্তর রাজবাড়ী জেলার সহকারী পরিচালক মো হারুন আর রশীদ উপস্থিত ছিলেন।