নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে হেরোইনসহ মো. রিপন মুন্সী (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ ২০২৫) রাতে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই (নিঃ) মো. শামসুজ্জোহা, এএসআই (নিঃ) মো. মশিউর রহমান, এএসআই (নিঃ) নুর আলম ও সঙ্গীয় ফোর্স মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানে নামে।
পুলিশ জানায়, রাত ১০টার দিকে নতুন বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে রাজবাড়ী সদর থানাধীন বানিবহ স্কুলপাড়া গ্রামে রিপন মুন্সীর বসতবাড়ির আঙিনায় একজন মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয় করছে। এরপর পুলিশের দলটি ঘটনাস্থলে গিয়ে রাত ১০:৩০টায় রিপন মুন্সীকে গ্রেফতার করে।
তল্লাশির সময় রিপন মুন্সীর পরিহিত লুঙ্গির ভাঁজ থেকে নীল ও সাদা রঙের একটি ওষুধের কৌটায় রাখা ২০ পুরিয়া হেরোইন (মোট ২ গ্রাম) উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই মো. শামসুজ্জোহা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। রাজবাড়ী জেলা পুলিশ মাদক নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে।