নিজস্ব প্রতিবেদক : রাজবাড়ীর পাংশায় দুঃস্থ, অসহায় ও অতি দরিদ্র ব্যক্তি/পরিবারকে পবিত্র ঈদুল ফিতর-২০২৫ উপলক্ষে ভিজিএফ চাউল বিতরণ করা হয়েছে।
আরও পড়ুনঃ পাংশায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার
বুধবার (১৯ মার্চ) সকালে উপজেলার পাট্টা ইউনিয়ন পরিষদে এ কর্মসূচির আওতায় ১৪০৩ জনের দুঃস্থ, অসহায় ও অতি দরিদ্র ব্যক্তি/পরিবারকে ১০ কেজি করে ভিজিএফের চাউল বিতরণ হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে চাউল বিতরণকালে উপস্থিত ছিলেন, পাট্টা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: আকিদুল ইসলাম, পাট্টা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ রমজান আলী, ট্যাগ অফিসার উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো: শিহাব শেখ ও ইউপি সদস্যবৃন্দ।
এসময় পাট্টা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: আকিদুল ইসলাম জানান, আমার এখানে যারা ভিজিএফ চাউল পাওয়ার যোগ্য তাদেরকেই নির্ধারণ করা হয়েছে। আজ তাদের মাঝেই সুষ্ঠুভাবে বিতরণ করা হচ্ছে।