রাজবাড়ীতে ট্রাক চাপায় তাফসিরুল সরদার (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদিপুর বাজার এলাকায় রাজবাড়ী-দৌলতদিয়া আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
তাফসিরুলের পিতার নাম সাদ্দাম সরদার। তাফসিরুলের বাড়ি মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলায়। সে বেদে সম্প্রদায়ের পরিবারের সন্তান। তারা পরিবারসহ আলাদিপুর ইউনিয়নের যুব উন্নয়নের সামনে একটি বাগানে বাস করে।
নিহতের চাচা সবুজ সরদার বলেন, আমাদের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। গত দেড় মাস ধরে আমরা কয়েকটি পরিবার রাজবাড়ীতে এসেছি। এখানে একটি বাগানে পলিথিনের টং ঘর বানিয়ে বসবাস করছি। সামনে ঈদ। তাই তাফসিরুল একটি নতুন প্যান্ট কিনেছিল। প্যান্টটি ফিটিং করার জন্য আলাদিপুর বাজারে দরজির দোকানে গিয়েছিল। সেখান থেকে ফিরে আসার সময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। ঘটনা স্থলেই সে মারা গিয়েছে।
আলাদিপুর হাইওয়ে থানার সার্জেন্ট রাসেল মিয়া বলেন, পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে রাজবাড়ী মর্গে পাঠিয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদনের কাজ চলমান রয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি।