আজ ০৫ এপ্রিল ২০২৫ রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব সুলতানা আক্তারের নির্দেশনায় পবিত্র ঈদুল ফিতর পরবর্তী জনসাধারণের ফিরতি যাত্রাকে নিরাপদ রাখা ও সড়ক দুর্ঘটনা রোধকল্পে আহলাদিপুর এবং গোয়ালন্দ ঘাটে বিশেষ মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বিভিন্ন যানবাহনের, বিশেষত মোটরবাইক চালকদের কাগজপত্র পরীক্ষা করা হয়। হেলমেট ও লাইসেন্স ব্যতীত গাড়ি চালনার দায়ে একাধিক ব্যক্তিকে জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং সতর্ক করা হয়। গোয়ালন্দ ঘাটের বাস কাউন্টারে তদন্তপূর্বক নির্ধারিত মূল্যের অতিরিক্ত ভাড়া নেয়া হচ্ছে কি না, তা যাচাই করা হয় এবং বিভিন্ন যানবাহনের যাত্রীদের মতামত ও অভিযোগ শ্রবণ করা হয়।
এছাড়া, ফেরিঘাটে যাত্রীদের কাছে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে কি না, তা সরেজমিনে যাচাই করা হয়। সকল যাত্রীকে নির্ধারিত কাউন্টার হতে ব্যানারে প্রদর্শিত মূল্য তালিকা অনুযায়ী টিকেট ক্রয় করতে পরামর্শ প্রদান করা হয়। উক্ত কার্যক্রমে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাদ আহম্মেদ। এ সময় সার্বিক সহযোগিতা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শাহেদ খান ও সংশ্লিষ্ট অন্যান্যরা।