রাজবাড়ীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমরুল খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। অতিথি হিসেবে বক্তব্য দেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারিয়া হক, জেলা ক্রীড়া কর্মকর্তা আমানউল্লাহ আহমেদ ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল আলম দুলাল।
এসময় বক্তারা বলেন, তারুণ্য কি পারে তা গত জুলাই অভ্যুত্থানে আমাদের দেখিয়ে দিয়েছে। তরুণসমাজকে সামনে এগিয়ে নিতে হলে অবশ্যই পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ থাকতে হবে। কারণ খেলাধুলার মধ্যে থাকলে তরুণরা নেশা থেকে দূরে থাকতে পারবে। শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার বিকল্প নেই।
আলোচনা অনুষ্ঠানের আগে একটি টি-টেন ক্রিকেট প্রীতিম্যাচ অনুষ্ঠিত হয়। এছাড়া দিবসটি উপলক্ষে একটি র্যালি বের করা হয়। আলোচনা শেষে প্রীতিম্যাচে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।