রাজবাড়ীর পাংশায় চুরি হওয়া দুই মাস বয়সী এক কন্যা শিশুসহ হালিমা (২৫) নামে এক নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
জানা যায়, সোমবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে পাংশা পৌরসভার বারেক মোড় এলাকার পপুলার ক্লিনিকের সামনে শিশুসহ ওই নারীকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। শিশুটি কান্নাকাটি করলে, সেলিনা ও পারভীন নামে দুই নারী এগিয়ে গিয়ে বিষয়টি জানতে চাইলে ওই নারী অসংলগ্ন কথা বলতে শুরু করেন। এতে সন্দেহ আরও বেড়ে গেলে স্থানীয়রা শিশুসহ তাকে পাংশা সেনা ক্যাম্পে নিয়ে যান। সেনাবাহিনী শিশুসহ ওই নারীকে পাংশা মডেল থানায় হস্তান্তর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন।
তিনি বলেন, ওই মহিলা আমাদের পুলিশ হেফাজতে রয়েছে এবং বাচ্চাটিকে পাংশা সমাজসেবা অফিসারের অধিনে দেয়া হয়েছে। এ বিষয়ে আইনি পক্রিয়া চলমান রয়েছে।
হালিমা কালুখালীর সুইসগেট এলাকার এনামুলের স্ত্রী এবং তার বাবার বাড়ী গাবাসপুর ইউপির কাচারীপাড়া বলে জানায় সে।
এ ঘটনায় আটককৃত হালিমা নামে ওই নারী বলেন, আমার স্বামী এই বাচ্চাটিকে এনে কমলাপুর রেলষ্টেশনে আমাকে দিয়ে বলেছে বাচ্চাটাকে তুই এখান থেকে চলে যা। তারপর আমি চলে এসেছি। বাচ্চাটাকে সে কোথা থেকে এনেছে তা আমি জানি না।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হালিমা আরও শ্বিকার করেন যে এর আগেও তার স্বামী দুইটা বাচ্চা চুরি করে এনেছিলো।