ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে নিরীহ নারী ও শিশুদের হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে রাজবাড়ী শহরের আজাদী ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, যুগ্ম আহ্বায়ক আসজাদ হোসেন আজাদ, রাসেল শেখ ও প্যারিস হোসেন।
বক্তারা বলেন, “ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী যেভাবে ফিলিস্তিনে নারকীয় গণহত্যা চালাচ্ছে, তা মানবতার ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এই হত্যাযজ্ঞের বিচার আন্তর্জাতিক আদালতে দাবি করি।”
তারা আরও বলেন, “আজ মুসলিম উম্মাহ একত্রিত না হলে আমাদের নিজেদের মুসলিম পরিচয় নিয়েই প্রশ্ন উঠবে। ফিলিস্তিনের পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি।”
বিক্ষোভে বিভিন্ন স্তরের ছাত্রদল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন এবং একাত্মতা প্রকাশ করেন ফিলিস্তিনের সংগ্রামের প্রতি।