বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসক ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নির্দেশনায় রাজবাড়ী জেলার সদর উপজেলার আলাদীপুর বাজার এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (৮ মে ২০২৫) পরিচালিত এ অভিযানে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত পণ্য বিক্রয়, পণ্যের মোড়ক সঠিকভাবে ব্যবহার না করা এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন রাজবাড়ী, চেম্বার অব কমার্স, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক এবং পুলিশ লাইন্স রাজবাড়ীর সদস্যরা।
জরিমানা প্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলোঃ
১. মেসার্স মেডিসিন কর্ণার, আলাদীপুর বাজার
২. মেসার্স প্রবি মেডিসিন স্টোর, আলাদীপুর বাজার
৩. ভেনাস ফার্মেসী, আলাদীপুর বাজার
অভিযানে ব্যবসায়ীদের সতর্ক করা হয় যেন তারা কোনোভাবে নিষিদ্ধ, অননুমোদিত বা মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করেন এবং পণ্যের নির্ধারিত মূল্য অনুযায়ী সেবা প্রদান করেন। সাধারণ জনগণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্রও বিতরণ করা হয়।
সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, “জনস্বার্থে এরূপ বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।”
এ ধরনের অভিযান ভোক্তাদের মধ্যে স্বস্তি ফিরিয়েছে এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।