রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন বিএনপির সক্রিয় কর্মী রাশিদুল হত্যার দ্রুত বিচার ও দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) বিকেল সাড়ে ৪টায় পাট্টা ইউনিয়নের পাট্টা জোনা বাজারে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন পাট্টা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম মুরাদ। এতে বক্তব্য রাখেন কালুখালী উপজেলা কৃষকদলের সভাপতি আনিস মোল্লা, পাট্টা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রব, জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সদস্য ফরহাদ হোসেন, জেলা জিয়া ফোর্সের তথ্য বিষয়ক সম্পাদক ইকবাল হাসান, পাট্টা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ বিশ্বাস এবং নিহত রাশিদুলের স্ত্রী জরিনা আক্তার।
মানববন্ধন ও প্রতিবাদে ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ রাশিদুলের পরিবার ও সর্বস্তরের প্রায় দুই সহস্রাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পাট্টা জোনা বাজার থেকে শুরু হয়ে নিভা মোড়, শাহাপাড়া মোড় হয়ে পুনরায় বাজারে এসে শেষ হয়।
বক্তারা বলেন, “নিরীহ কর্মী রাশিদুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের এখনো গ্রেফতার না করাটা প্রশাসনের ব্যর্থতা। দ্রুত বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা।”
উল্লেখ্য, গত ৩ মে পাট্টা ইউনিয়নের পাট্টা উত্তরপাড়া গ্রামে রাশিদুল (৩২), পিতা কিয়ামউদ্দিন মণ্ডল, স্থানীয় বিএনপি কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে