রাজবাড়ী প্রতিনিধি: বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বৃহষ্পতিবার দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব সুলতানা আক্তারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের আদর্শ তুলে ধরেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন রাজবাড়ীর জেলা প্রশাসক জনাব সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব শংকর চন্দ্র বৈদ্য। সভায় আরও উপস্থিত ছিলেন উপপরিচালক (স্থানীয় সরকার) জনাব মাজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মো: তারিফ-উল-হাসান এবং অন্যান্য কর্মকর্তা ও রেড ক্রিসেন্ট সংশ্লিষ্ট প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের মানবিক কার্যক্রম, প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে তাদের অবদানের কথা তুলে ধরেন এবং সকলকে মানবসেবায় এগিয়ে আসার আহ্বান জানান।