আজ ১২ মে ২০২৫, রবিবার রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব সুলতানা আক্তার।
সভায় উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মারুফ, বাংলাদেশ সেনাবাহিনী; জনাব উছেন মে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, রাজবাড়ী; জনাব মো: আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), রাজবাড়ী। এছাড়াও রাজবাড়ী জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার এবং বিভিন্ন দপ্তরের প্রধানগণ সভায় অংশগ্রহণ করেন।
সভায় রাজবাড়ী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বাজার নিয়ন্ত্রণ, মাদক ও অপরাধ দমন, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং সড়ক নিরাপত্তা নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
সভায় অংশগ্রহণকারীরা জেলার নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
জেলা প্রশাসক সুলতানা আক্তার সকল অংশীজনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান এবং রাজবাড়ীকে একটি নিরাপদ ও উন্নত জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।