জনপ্রিয় লোকসংগীতশিল্পী এবং সাবেক সংসদ সদস্য (এমপি) মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের অভিযোগসহ একাধিক মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।
মমতাজ বেগম দীর্ঘদিন ধরে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি মানিকগঞ্জ-২ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সংগীতজগতেও তার রয়েছে ব্যাপক পরিচিতি; লোকগানের জন্য পেয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন স্বীকৃতি।
তবে এখনো তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিস্তারিত তথ্য কিংবা গ্রেপ্তারের পেছনে নির্দিষ্ট অভিযোগ সম্পর্কে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি ডিবি। মমতাজ বেগমের পরিবারের পক্ষ থেকেও এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই এই গ্রেপ্তারকে ঘিরে উদ্বেগ ও নানা প্রশ্ন তুলছেন।
এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে ডিবির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।