আসন্ন পবিত্র ঈদ-উল-আযহায় কোরবানিকৃত পশুর চামড়ায় যথাযথভাবে লবণ ব্যবহারের লক্ষ্যে রাজবাড়ীতে লবণ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে ২০২৫) রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলার জেলা প্রশাসক সুলতানা আক্তার। সভায় কোরবানির সময় চামড়ার গুণগত মান রক্ষায় প্রয়োজনীয় লবণ সরবরাহ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আবু রাসেলসহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা, চামড়া ব্যবসায়ী এবং লবণ সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
সভায় জেলা প্রশাসক বলেন, “কোরবানির পশুর চামড়ার সঠিক সংরক্ষণ নিশ্চিত করতে মাঠ পর্যায়ে লবণ সরবরাহ অব্যাহত রাখতে হবে। কোনো এলাকায় যেন লবণের সংকট না হয়, সে বিষয়েও নজর রাখতে হবে।”
সভায় অংশগ্রহণকারীরা লবণ সরবরাহ ও মজুদের সার্বিক প্রস্তুতি এবং সম্ভাব্য চ্যালেঞ্জ ও তা মোকাবেলায় করণীয় বিষয়ে আলোচনা করেন। ঈদের আগে উপজেলার বিভিন্ন স্থানে লবণ সরবরাহ ঠিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও সভায় জানানো হয়।