রাজবাড়ীর কালুখালী উপজেলার লাড়িবাড়ী বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের তদারকি অভিযানে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বুধবার (১৪ মে ২০২৫) বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে ও জেলা প্রশাসক সুলতানা আক্তারের নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান, ফার্মেসি এবং খাদ্যপণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোতে তদারকি করা হয়। নিষিদ্ধ, অননুমোদিত ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় রোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জনসাধারণের মধ্যে লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়।
তদারকি অভিযানে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ও ৫১ ধারার লঙ্ঘনের কারণে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো:
১. মেসার্স আর জি মেডিকেল হল, লাড়িবাড়ী বাজার – প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রদর্শন ও সংরক্ষণের অভিযোগে ১০,০০০ টাকা জরিমানা।
২. বিসমিল্লাহ মিষ্টান্ন ভান্ডার, লাড়িবাড়ী বাজার – মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও প্রদর্শনের দায়ে ৩,০০০ টাকা জরিমানা।
এই তদারকি কার্যক্রমে কালুখালী উপজেলা প্রশাসন, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও রাজবাড়ী পুলিশ লাইন্সের সদস্যরা সহায়তা করেন।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জানান, জনস্বার্থে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।