রাজবাড়ীতে দুই দিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ মে) সকাল পৌনে ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় অফিসার্স ক্লাবে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ কামরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।
মেলায় অংশ নেয় ৩৫টি স্টল। এসব স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপন করে। অতিথিরা মেলা ঘুরে স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী কাজের প্রশংসা করেন।
এবারের মেলায় ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর জন্য জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে আনা হয়েছে দুটি বিজ্ঞান বাস। একটিতে রয়েছে বিভিন্ন বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনের প্রদর্শনী এবং অপরটিতে চলছে ৪-ডি সায়েন্স মুভি প্রদর্শন, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।
আগামীকাল মেলার শেষ দিনে অনুষ্ঠিত হবে বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা। জেলা প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় উৎসাহিত করতেই এই মেলার আয়োজন করা হয়েছে।