রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সুরাজ মোহিনী ইনস্টিটিউশন মাঠে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে এই সমাবেশ আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল খানখানাপুর ইউনিয়ন শাখা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী কৃষক দল রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মোঃ আইউবুর রহমান আয়ুব। সঞ্চালনা করেন জেলা কৃষক দলের সদস্য সচিব এ কে এম সিরাজুল আলম চৌধুরী।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। এছাড়া বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কর্নেল (অবঃ) এসএম ফয়সাল, অ্যাডভোকেট মোঃ আসলাম মিঞা, ও সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক কৃষিবিদ রাজিবুল হাসান।
প্রধান অতিথি শহিদুল ইসলাম বাবুল তার বক্তব্যে বলেন, দেশের কৃষকদের উন্নয়নে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বিশেষ ভূমিকার কথা স্মরণ করে বলেন, তারা কৃষকদের স্বার্থ রক্ষায় সবসময় অগ্রগামী ছিলেন। তিনি অভিযোগ করেন যে বর্তমান পরিস্থিতিতে কৃষকদের প্রতি কোনো সরকার যথাযথ মনোযোগ দিচ্ছে না।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে কৃষি খাতের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। সমাবেশে কৃষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।