নিজস্ব প্রতিনিধিঃ
সদর থানা পুলিশ মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে।
গতকাল (৭ জানুয়ারি ২০২৫) রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জের নির্দেশে এসআই (নিঃ) মো. মিকাইল হোসেন ও তার সঙ্গীয় ফোর্স উড়াকান্দা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় উড়াকান্দা বাজার থেকে জিআর মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মো. রুহুল আমিন (৪৪) গ্রেপ্তার হন। তিনি রাজবাড়ী সদর উপজেলার ব্রাহ্মণদিয়া গ্রামের বাসিন্দা এবং পিতা মো. সিদ্দিকুর রহমানের সন্তান।
গ্রেপ্তারকৃত আসামিকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। রাজবাড়ী জেলা পুলিশ জানিয়েছে, তারা অপরাধ দমন ও বিচারপ্রক্রিয়া দ্রুততার সঙ্গে নিশ্চিত করার লক্ষ্যে আন্তরিকভাবে কাজ করছে।
পুলিশের এ ধরনের কার্যক্রমে স্থানীয়দের মাঝে সন্তোষ প্রকাশ পেয়েছে। রাজবাড়ী জেলা পুলিশ ভবিষ্যতেও অপরাধ নিয়ন্ত্রণে এ ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।