নিজস্ব প্রতিনিধিঃ
রাজবাড়ী বাজার সংলগ্ন বাজার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রতিদিনই বাসাবাড়ি থেকে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। এই ময়লার স্তুপ থেকে ছড়ানো দুর্গন্ধে স্থানীয় বাসিন্দারা এবং বিশেষ করে স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা চরম বিপাকে পড়েছে।
স্কুলে আসা বাচ্চারা প্রতিদিনই দুর্গন্ধের কারণে অসুস্থ বোধ করছে। বেশ কয়েকজন অভিভাবক অভিযোগ করেছেন, তাদের সন্তানদের শারীরিক অসুস্থতা বৃদ্ধি পাচ্ছে। এলাকায় মশা-মাছির উপদ্রব বেড়ে যাওয়ার পাশাপাশি রোগবালাই ছড়ানোর আশঙ্কাও দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে একাধিকবার পৌর কর্তৃপক্ষকে অবহিত করেছেন। তবে এখনও পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। এলাকাবাসীর দাবি, দ্রুত এই ময়লার স্তুপ অপসারণ করতে হবে।
এ বিষয়ে পৌরসভার দায়িত্বশীল কর্মকর্তাদের হস্তক্ষেপ প্রয়োজন। দ্রুত সমস্যা সমাধান না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। শিশুরা সুস্থ পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে—এটাই সবার প্রত্যাশা।