রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানার বিশেষ অভিযানে ৬০ বোতল ফেনসিডিলসহ মোসাঃ রোজিনা আক্তার মেনু (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ৯ জানুয়ারি ২০২৫ তারিখ দুপুর ১২:৩০ মিনিটে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামের নির্দেশনায় এসআই মোঃ আব্বাস উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারীর সামনে থেকে মাদক ব্যবসায়ী রোজিনা আক্তার মেনুকে ফেনসিডিলসহ হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃত রোজিনা আক্তার কুষ্টিয়ার খোকসা থানাধীন সাত পাখিয়া আবাসন প্রকল্পের বাসিন্দা। তার কাছ থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় মামলা (নং-০৮, তারিখ-০৯/০১/২০২৫) দায়ের করা হয়েছে। মামলা দায়েরের ধারা অনুযায়ী, এটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ) এর অধীন রুজু করা হয়েছে।
গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
উল্লেখ্য, পুলিশের এমন উদ্যোগে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রচেষ্টায় প্রশাসনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।