রাজবাড়ী প্রতিনিধি:
বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়িজ লীগ (বিআরইএল)-এর বার্ষিক সম্মেলন রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে শহরের আজাদী ময়দান সংলগ্ন সংগঠনের কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সেকেন পাট্টাদারকে সভাপতি এবং আনিছুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৩০ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা এমপ্লয়িজ লীগের সভাপতি সেকেন পাট্টাদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আক্তারুজ্জামান, কার্যকরী সভাপতি মো. সেলিম পাটোয়ারী, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মজুমদার, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম এবং জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. আলিমুজ্জামান।
বক্তারা বলেন, রাজবাড়ীকে রেলওয়ের শহর হিসেবে আরও সমৃদ্ধ করার উদ্যোগ নেওয়া জরুরি। দীর্ঘদিন ধরে স্থগিত থাকা পরিকল্পিত রেল কারখানার প্রকল্প দ্রুত চালু করা প্রয়োজন। এছাড়া, রাজবাড়ী-ঢাকা যোগাযোগ উন্নত করতে নতুন কমিউটার ট্রেন চালু করার দাবিও তারা জানান।
বক্তারা আরও বলেন, “বাংলাদেশে বিভিন্ন শ্রমিক সংগঠন থাকলেও শ্রমিকদের প্রকৃত স্বার্থ রক্ষা হচ্ছে না। তবে বিআরইএল একমাত্র সংগঠন, যা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য নিরলসভাবে কাজ করে।”