রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর কালুখালীতে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা পর্যায়ে গঠিত বিশেষ টাস্কফোর্স কমিটি। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা সোয়া ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও জেলা পর্যায়ে গঠিত “বিশেষ টাস্কফোর্স” কমিটির সদস্য সচিব কাজী রকিবুল হাসান। অভিযানে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক এবং জেলা পুলিশ লাইন্সের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রিয়াদ হোসেন।
জেলা ভোক্তা অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারকি ও পর্যালোচনার জন্য গঠিত জেলার “বিশেষ টাস্কফোর্স” কমিটির উদ্যোগে কালুখালী উপজেলার গান্ধীমারা বাজার এলাকায় বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে গান্ধীমারা বাজারের মেসার্স ফকির এন্ড সন্সকে পাঁচ হাজার টাকা এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে মুন্না স্টোরকে চার হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও জেলা পর্যায়ে গঠিত “বিশেষ টাস্কফোর্স” কমিটির সদস্য সচিব কাজী রকিবুল হাসান জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, “নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সর্বসাধারণের মাঝে সচেতনামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে।”