নিজস্ব প্রতিবেদক:
রাজবাড়ীর কালুখালীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় কালিকাপুর ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের আয়োজনে কালুখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কালিকাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল মজিদ মোল্লা দারোগা এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক শফিউল আলম মুরাদ।
প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী-২ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ। তিনি বলেন, “শেখ হাসিনার সরকার দেশের সম্পদ লুটপাট করেছে। তাদের পরিবারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের একাধিক মামলা রয়েছে। জনগণ আওয়ামী লীগের বিদায় ঘন্টা বাজাতে প্রস্তুত।”
বিশেষ অতিথির বক্তব্য রাখেন:
এছাড়াও উপস্থিত ছিলেন:
অন্যান্য বক্তারা বলেন, সরকার জনগণের অধিকার হরণ করেছে এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে দিয়েছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য বিএনপির ৩১ দফা বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জনসমাবেশে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা, ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।