নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর পাংশায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাসেল মণ্ডল (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ইমরান মণ্ডল (১৬) ও রনি (১৭)।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে। উপজেলার যশাই ইউনিয়নের উদয়পুর এলাকায়। নিহত রাসেল মণ্ডল মৌরাট ইউনিয়নের খান্দুয়া গ্রামের বক্কার মণ্ডলের ছেলে। আহত ইমরান মণ্ডল একই এলাকার সোবান মণ্ডলের ছেলে এবং রনি চর হরিণাডাঙ্গা গ্রামের রবিউল ইসলামের ছেলে। আহত দুজন পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, রাতে মোটরসাইকেলে তিন বন্ধু ঘুরতে বের হয়। উদয়পুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
নিহত রাসেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, কিন্তু সেখানে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।