নিজস্ব প্রতিবেদক:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিভিন্ন দুর্নীতি ও অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে অপসারণ দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
রবিবার সকালে ঘণ্টাব্যাপী বালিয়াকান্দি উপজেলার অলংকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় বক্তৃতা করেন আব্দুর রব মোল্যা চাঁদু, সাবেক ইউপি সদস্য ফিরোজ লস্কর, পার্থ বিশ্বাসসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, অলংকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম বিভিন্ন শিক্ষার্থীদের ডেকে নিয়ে মোটরসাইকেলে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া, শিক্ষার্থীদের ড্রেস খুলে গায়ে কাদা মাখিয়ে ছবি তোলা, রাতে বাড়িতে যাওয়া, রাতে স্ত্রীসহ বিদ্যালয়ে অবস্থান করা, শিক্ষার্থীদের টিফিনের টাকা আত্মসাৎসহ নানা অনিয়ম ও অসামাজিক কার্যকলাপের কারণে তাকে দ্রুত অপসারণের দাবি জানাচ্ছি। অপসারণ না করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুল হালিম অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ষড়যন্ত্রের শিকার। আমাকে পছন্দ না হলে আগে বললে এখান থেকে চলে যেতাম।
© All rights reserved Rajbari Express © 2025 এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, ভিডিও অথবা অডিও অনুমতি ছাড়া ব্যাবহার বে-আইনি।