নিউজ ডেস্ক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা প্রয়াত এইচ টি ইমামের ছেলে এবং সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের গুলশানের বাসায় তল্লাশি চালিয়েছে বিপ্লবী ছাত্র-জনতা।
গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে গুলশান-২ নম্বরে শাহাবুদ্দিন পার্কের পাশের ওই বাড়িতে ছাত্র-জনতা অভিযান শুরু করে। অভিযোগ উঠেছে, সেখানে বিপুল পরিমাণ অবৈধ টাকা, অস্ত্র, মাদক এবং জুলাই গণহত্যার আসামিরা লুকিয়ে রয়েছেন — এমন তথ্যের ভিত্তিতেই এই অভিযান পরিচালিত হয়।
ছাত্র-জনতার প্রতিনিধি দলের সমন্বয়ক রাজিব সরদার বলেন, “আমাদের কাছে নিশ্চিত তথ্য রয়েছে যে, এই বাড়িতে অস্ত্র, মাদক এবং কালো টাকা লুকিয়ে রাখা হয়েছে। এছাড়াও জুলাই গণহত্যার আসামিরা এখানে আত্মগোপন করেছেন। আমরা শান্তিপূর্ণভাবে তল্লাশি চালিয়েছি এবং নিরাপত্তা বাহিনীকে সহায়তা করছি।”
খবর পেয়ে গুলশান থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে। গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. শামিম বলেন, “আমরা ঘটনা পর্যবেক্ষণ করছি। তল্লাশি চলছে এবং বিস্তারিত পরে জানানো হবে।”
সেনাবাহিনীর সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন এবং বাড়িটির দোতলা পর্যন্ত তল্লাশি চালানো হয়। তবে রাত ১টা পর্যন্ত কাউকে আটক করা হয়নি কিংবা কোনো অর্থ জব্দের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে আরও তথ্য জানার জন্য প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।