আজ ১০ এপ্রিল ২০২৫, রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব সুলতানা আক্তার এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার প্রথম দিন সকালে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষার পরিবেশ, প্রশ্নপত্র বিতরণ ও উত্তরপত্র গ্রহণ কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট শিক্ষক, কেন্দ্র সচিব ও পরিদর্শকদের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, ‘‘শিক্ষার্থীদের জন্য একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অনিয়মমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।’’ এসময় তিনি অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ম মানার আহ্বান জানান এবং কোনো ধরনের অসদুপায় পরিহারে কড়া নজরদারির কথাও উল্লেখ করেন।
পরিদর্শনের সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, শিক্ষা কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।