ঢাকা, ১৬ এপ্রিল ২০২৫:
সাবেক দুই সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী এবং সুবিদ আলী ভূঁইয়ার বিপুল পরিমাণ সম্পদ জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এই আদেশ দেন।
দুদকের দেওয়া তথ্য অনুযায়ী, রাজশাহী–১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক এমপি ওমর ফারুক চৌধুরী এবং তাঁর স্ত্রী নিগার সুলতানা চৌধুরীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সঙ্গে ওমর ফারুকের নামে থাকা আটটি দলিলভুক্ত জমি জব্দ এবং তাঁর ৫৭টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। নিগার সুলতানার আটটি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে।
দুদকের দাবি, ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে মাদক কারবার, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি এবং দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে অনুসন্ধান চলছে।
অন্যদিকে, কুমিল্লা–১ (দাউদকান্দি ও তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য সুবিদ আলী ভূঁইয়া ও তাঁর স্ত্রী মাহমুদা আখতারের ১৩টি দলিলে থাকা জমি জব্দ করার আদেশ দেন আদালত। এছাড়া মাহমুদা আখতারের নামে থাকা বিভিন্ন কোম্পানির শেয়ারও অবরুদ্ধ করা হয়েছে।
দুদকের তদন্তে উঠে এসেছে, তাঁদের ১২টি ব্যাংক হিসাবে ৩৬ কোটি টাকার অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে। এই ঘটনায় সুবিদ আলী ভূঁইয়ার বিরুদ্ধে ১ কোটি ৪২ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে।
এ ছাড়া কক্সবাজারের সি অ্যান্ড এফ এজেন্ট এবং ইউরো এশিয়া শিপিং এজেন্টের মালিক মো. আবদুল মান্নান পাটোয়ারী ও তাঁর স্ত্রী শিউলী আক্তারের সম্পদ জব্দেরও আদেশ দিয়েছে আদালত।
দুদক জানিয়েছে, দুর্নীতির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং যেকোনো প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, তদন্তের আওতায় আনা হবে।
সংবাদ সংগ্রহ: নিজস্ব প্রতিবেদক