রাজবাড়ী পৌরসভার হিসাবরক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে বিএনপি নেতা ও সাবেক মেয়র তোফাজ্জেল হোসেন মিয়ার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১১টায় রাজবাড়ী পৌর কর্মচারী সংসদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
পৌরসভা সূত্রে জানা যায়, বুধবার সকালে সাবেক মেয়র তোফাজ্জেল হোসেন মিয়া পৌরসভা কার্যালয়ে এসে পৌর নির্বাহী কর্মকর্তার কক্ষে ডেকে আনেন হিসাবরক্ষক মো. মোকলেছুর রহমানকে। এরপর নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতেই তাকে অকথ্য ভাষায় গালাগালি ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করা হয়। এই ঘটনায় ভুক্তভোগী হিসাবরক্ষক রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
মানববন্ধনে বক্তারা এ ঘটনায় তীব্র নিন্দা জানান এবং অভিযুক্ত সাবেক মেয়রের দ্রুত বিচার দাবি করেন।
এসময় বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. তায়েব আলী, ভুক্তভোগী হিসাবরক্ষক মো. মোকলেছুর রহমান, পৌর কর্মচারী সংসদের আহ্বায়ক মো. নুরুন্নবী প্রমুখ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, একজন সাবেক জনপ্রতিনিধির কাছ থেকে এমন আচরণ দুঃখজনক ও অনভিপ্রেত। এ ধরনের আচরণ কর্মপরিবেশকে বিঘ্নিত করে বলেও মন্তব্য করেন তারা।