নিউজ ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। আজ শনিবার (১৫ মার্চ) বিক্রি হচ্ছে ২৫ মার্চের অগ্রিম টিকিট। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এবারের অগ্রিম টিকিট বিক্রি সম্পূর্ণভাবে অনলাইনে করা হচ্ছে।
বিশেষ ব্যবস্থায় বিক্রি হওয়া কোনো টিকিট রিফান্ড করার সুযোগ নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঈদযাত্রায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের মোট আসন সংখ্যা ৩৫ হাজার ৯৩৫টি।
যাত্রীদের সুবিধার্থে রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হচ্ছে।
রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ২৬ মার্চের টিকিট বিক্রি হবে আগামীকাল ১৬ মার্চ; ২৭ মার্চের টিকিট ১৭ মার্চ; ২৮ মার্চের টিকিট ১৮ মার্চ; ২৯ মার্চের টিকিট ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট ২০ মার্চ বিক্রি করা হবে।
এছাড়া যাত্রীদের অনুরোধে মোট টিকিটের ২৫ শতাংশ ট্রেন ছাড়ার আগেই প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। যাত্রীরা সর্বোচ্চ একবার টিকিট কাটতে পারবেন এবং একসঙ্গে ৪টি আসন সংগ্রহ করতে পারবেন।
যাত্রী সাধারণের নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে।