নিউজ ডেস্ক: রাজধানীসহ সারাদেশে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে সরকারি চাকরিজীবীদের জন্য টানা ৯ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। আজ বৃহস্পতিবার (২০ মার্চ) উপদেষ্টা পরিষদের বৈঠকে নির্বাহী আদেশে ৩ এপ্রিল ছুটি যুক্ত করার প্রস্তাব অনুমোদন করা হয়। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত একটানা ছুটি উপভোগ করতে পারবেন।
চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় আগেই ২৯ থেকে ৩১ মার্চ পর্যন্ত ঈদের ছুটি নির্ধারণ করেছিল। তবে ২৮ মার্চ শুক্রবার হওয়ায় সাপ্তাহিক ছুটি এবং শবে কদরের ছুটি একসঙ্গে পড়ে যায়, ফলে কার্যত ছুটি শুরু হচ্ছে ২৮ মার্চ থেকেই। এর আগে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি থাকায়, ২৭ মার্চ এক দিন অফিস খোলা থাকার পর শুরু হবে ঈদের ছুটি।
নতুন ঘোষণার ফলে ৩ এপ্রিল বৃহস্পতিবারও ছুটির আওতায় এসেছে। এরপর ৪ ও ৫ এপ্রিল শুক্র ও শনিবার হওয়ায় সরকারি চাকরিজীবীরা টানা ৯ দিন ছুটি কাটাতে পারবেন। যারা ২৭ মার্চ ব্যক্তিগতভাবে ছুটি নিতে পারবেন, তারা টানা ১১ দিনের ছুটির সুবিধা পাবেন।
এদিকে, তৈরি পোশাকশিল্পের সংগঠন বিজিএমইএ ঈদের আগের কয়েকদিন শ্রমিকদের ছুটি দেওয়ার জন্য কারখানা মালিকদের প্রতি অনুরোধ জানিয়েছে। তবে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত সংস্থাগুলো নিজ নিজ নিয়ম অনুযায়ী ছুটি নির্ধারণ করবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।