রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসিরুল হক সাবু দীর্ঘদিন চিকিৎসা শেষে নিজ নির্বাচনী এলাকা পাংশায় ফিরেছেন। তার আগমনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।
মঙ্গলবার (২৫ মার্চ) সকাল ১১টায় রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থেকে বিএনপি নেতাকর্মীরা বিশাল মোটর শোভাযাত্রার মাধ্যমে তাকে বরণ করেন। পথের প্রতিটি মোড়ে মোড়ে নেতাকর্মীরা অপেক্ষায় ছিলেন তাদের প্রিয় নেতাকে একনজর দেখার জন্য। অবশেষে দুপুর ১:৩০ মিনিটের দিকে বিপুলসংখ্যক গাড়িবহর নিয়ে পাংশা শহরে প্রবেশ করেন সাবেক এমপি নাসিরুল হক সাবু।
তিনি দীর্ঘদিন ধরে ঢাকা ও ভারতের চেন্নাই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সুস্থ হয়ে এলাকায় ফিরে আসায় নেতাকর্মীরা তাকে উষ্ণ সংবর্ধনা জানান। তার দ্রুত সুস্থতার জন্য পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া কামনা করেছেন।
পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম বলেন,
“সাবেক এমপি মুক্তিযোদ্ধা মোঃ নাসিরুল হক সাবু তৃণমূল বিএনপির প্রাণভ্রমরা। রাজবাড়ী-২ আসনে বিএনপি মানেই নাসিরুল হক সাবু। তার হাতে গড়া দল আজও তার নেতৃত্বে ঐক্যবদ্ধ। তিনি আমাদের মাঝে ফিরে আসায় আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা সবাই তার সুস্থতার জন্য দোয়া করছি।”
এদিন সন্ধ্যায় পাংশা সরকারি কলেজ মাঠে ইফতার ও দোয়া মাহফিলে তিনি বক্তব্য রাখবেন।
সাবেক এমপি নাসিরুল হক সাবুকে বরণ করতে শত শত মোটরসাইকেল, মাইক্রোবাসসহ বিশাল শোভাযাত্রা বের করা হয়। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছা জানান।