রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে তিন চাকার যানবাহনে ঝুঁকি নিয়ে ঈদে স্বজনদের সঙ্গে মিলিত হতে বাড়ি ফিরছে মানুষ। এ সময় যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে।
বাসে টিকিট না পেয়ে বাধ্য হয়ে তিন চাকার যান
যাত্রীরা অভিযোগ করেছেন, কম দূরত্বের যাত্রীদের বাস কাউন্টার থেকে টিকিট দেওয়া হচ্ছে না। ফলে অনেকেই বাধ্য হয়ে মাহেন্দ্র, ইজিবাইক ও সিএনজিতে করে বাড়ি ফিরছেন।
বাস কাউন্টারের টিকিট ব্যবস্থা
দৌলতদিয়া বাস টার্মিনাল এলাকায় রাজবাড়ী, পাংশা, কুষ্টিয়া, মাগুরা, যশোর, ফরিদপুর, বরিশাল ও গোপালগঞ্জসহ বিভিন্ন গন্তব্যের উদ্দেশে বাস ছেড়ে যাচ্ছে। তবে যাত্রীর চাপ বাড়ায় কোম দূরত্বের যাত্রীদের টিকিট দেওয়া হচ্ছে না বা নির্দিষ্ট দূরত্বের পূর্ণ ভাড়া নেওয়া হচ্ছে।
বাসের সামনে ভাড়ার তালিকা টাঙানো হলেও সমস্যা রয়ে গেছে
বাস মালিক সমিতির কার্যালয় সূত্রে জানা গেছে, দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে বিভিন্ন রুটের ভাড়ার তালিকা টাঙানো হয়েছে। কিন্তু তারপরও অনেক যাত্রী ঠিকমতো বাসের টিকিট পাচ্ছেন না।
বাস না পেয়ে তিন চাকার যানেই গন্তব্যে ফিরছে মানুষ
শুক্রবার দুপুরে দৌলতদিয়া ঘাটের বাস টার্মিনাল এলাকায় দেখা যায়, বাস টার্মিনালের সামনে তিন চাকার মাহেন্দ্র, ইজিবাইক ও সিএনজিতে ডেকে যাত্রী উঠানো হচ্ছে। বিশেষ করে গোয়ালন্দ মোড়, ফরিদপুর ও রাজবাড়ীগামী যাত্রীদের এসব বাহনে উঠতে দেখা গেছে।
ভোগান্তি স্বীকার করলেন যাত্রীরা
দৌলতদিয়া বাস টার্মিনাল থেকে মাহেন্দ্রতে ওঠা এক যাত্রী ইসমাইল জানান, তিনি রাজবাড়ীর উদ্দেশে যাচ্ছিলেন কিন্তু বাসের টিকিট না পাওয়ায় বাধ্য হয়ে তিন চাকার বাহন ব্যবহার করেছেন।
এমন পরিস্থিতিতে যাত্রীরা সরকারের মনিটরিং বাড়ানোর দাবি জানিয়েছেন, যাতে তারা নিরাপদে ও নির্ধারিত ভাড়ায় গন্তব্যে পৌঁছাতে পারেন।