গাজীপুরের টঙ্গীতে নিজের দুই সন্তানকে নির্মমভাবে হত্যা করার দায় স্বীকার করেছেন আলেয়া বেগম নামে এক মা। রবিবার (২০ এপ্রিল) গাজীপুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় টঙ্গীর আরিচপুর জামাইবাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে মালিহা আক্তার (৩) ও আব্দুল্লাহ ইবনে ওমর (৬) নামের দুই শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। একই ঘর থেকে উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা একটি ধারাল বটি।
নিহতদের বাবা আব্দুল বাতেন মিয়া পেশায় একজন ব্যবসায়ী। তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে সেতু ভিলা নামের আটতলা একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে ভাড়া থাকতেন। ঘটনার সময় তিনি বাইরে ছিলেন।
হত্যাকাণ্ডের পরপরই পুলিশ সন্দেহভাজন হিসেবে আলেয়া বেগমকে আটক করে। শনিবার নিহতদের বাবা বাতেন মিয়া টঙ্গী পূর্ব থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। তবে তদন্তে মায়ের সম্পৃক্ততার বিষয়টি উঠে আসলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে আলেয়া বেগম হত্যার কথা স্বীকার করেন এবং পরবর্তীতে আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
ওসি ফরিদুল ইসলাম আরও জানান, আদালতে জবানবন্দি শেষে আলেয়া বেগমকে কারাগারে পাঠানো হয়েছে।
ঘটনাটি এলাকায় চরম শোক ও আলোড়ন সৃষ্টি করেছে। প্রতিবেশীরা এখনও বিশ্বাস করতে পারছেন না, একজন মা নিজ হাতে এভাবে দুই সন্তানকে হত্যা করতে পারেন। তদন্ত শেষে পুলিশ এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানাবে বলে জানিয়েছে।