চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে ম্যাচ জমে উঠেছে দারুণভাবে। এক সময় পিছিয়ে পড়লেও এখন পাল্লা ভারী বাংলাদেশের দিকে। তৃতীয় দিন শেষে নাজমুল হোসেন শান্তর দল এগিয়ে আছে ১১২ রানে, হাতে রয়েছে ৬ উইকেট। জিম্বাবুয়ের লক্ষ্য এখন স্পষ্ট—বাংলাদেশকে যত দ্রুত সম্ভব অলআউট করে চতুর্থ ইনিংসে ছোট লক্ষ্য তাড়া করা।
প্রথম ইনিংসে ৮২ রানে পিছিয়ে থাকলেও দ্বিতীয় ইনিংসে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আজ বৃষ্টিবিঘ্নিত দিনে ৪৪ ওভারের খেলায় ৩ উইকেট হারিয়ে তুলেছে ১৩৭ রান। এখনো উইকেটে আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৬০*) এবং জাকের আলী (২১*)।
বাংলাদেশ দল চাইছে চতুর্থ ইনিংসে অন্তত ৩০০ রানের লক্ষ্য দাঁড় করাতে। সংবাদ সম্মেলনে সেই কথাই জানিয়েছেন দলের প্রতিনিধি মুমিনুল হক। তবে প্রতিপক্ষ জিম্বাবুয়ে মোটেও এতটা ছাড় দিতে নারাজ।
দলটির পেসার ব্লেসিং মুজারাবানি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁদের লক্ষ্য বাংলাদেশকে ২০০ রানের নিচেই থামানো। আজকের দিনের ৪ উইকেটের ৩টিই নিয়েছেন এই পেসার। তাঁর ভাষায়, ‘২০০–এর নিচে রাখতে পারলেই ভালো হয়। তবে শুধু লক্ষ্য নয়, আমাদের বেশি করে উইকেটের দিকেই নজর দিতে হবে। ওদের বাকি উইকেটগুলো সহজ হবে না। নিয়ন্ত্রিত বোলিং করতে হবে।’
মুজারাবানি আরও বলেন, ‘আজ আমাদের জন্য কঠিন দিন ছিল। বাংলাদেশ ভালো খেলেছে, তবে আমরা এখনো ম্যাচে আছি। অনেক সময় বাকি আছে, আমরা বিশ্বাস করি এই ম্যাচে ফল আনতে পারি।’
এই মুহূর্তে ম্যাচের রাশ একেবারে কার হাতে বলা কঠিন। তবে চতুর্থ দিনে বাংলাদেশ যদি দ্রুত কিছু রান যোগ করে নিতে পারে এবং বোলাররা শুরুতেই চাপ সৃষ্টি করতে পারেন, তাহলে জয় ধরা দিতে পারে নাজমুলদের হাতে। অন্যদিকে, জিম্বাবুয়ের জন্য এখন প্রতিটি বল, প্রতিটি ওভারই যুদ্ধের মতো।